🪴যৌন সমস্যায় ব্যবহৃত ১০টি হোমিও ঔষধ ও কাজ
1. Agnus Castus
যৌন দুর্বলতা, ইচ্ছাশক্তি হ্রাস, স্বপ্নদোষ, দ্রুত বীর্যপাত।
পুরুষত্বহীনতা বা নারীদের যৌন ইচ্ছা কমে গেলে কাজে লাগে।
2. Selenium
অতিরিক্ত স্বপ্নদোষ, বীর্যপাতের পর দুর্বলতা, স্মৃতিশক্তি কমে যাওয়া।
যৌনশক্তি দ্রুত নষ্ট হয়ে গেলে সহায়ক।
3. Nuphar Luteum
সম্পূর্ণ যৌন ইচ্ছাশক্তি নষ্ট হয়ে গেলে।
অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা ও নার্ভাসনেসে যৌন অক্ষমতা।
4. Lycopodium
আত্মবিশ্বাসহীনতা, মিলনের সময় লজ্জা বা ভয়, অল্পতেই বীর্যপাত।
শক্তি কম থাকলেও যৌন আকাঙ্ক্ষা প্রবল থাকে।
5. Damiana (Mother Tincture)
পুরুষ ও নারী উভয়ের জন্য টনিকের মতো কাজ করে।
যৌনশক্তি বাড়াতে ও নার্ভ শক্তিশালী করতে কার্যকর।
6. Yohimbinum
পুরুষত্ব বৃদ্ধি, নারীদের যৌন আগ্রহ বৃদ্ধি।
শক্তি বাড়াতে কার্যকর Aphrodisiac।
7. Phosphoric Acid
অতিরিক্ত হস্তমৈথুনের ফলে দুর্বলতা, ক্লান্তি, স্নায়বিক সমস্যা।
স্মৃতিশক্তি দুর্বলতা ও যৌন অক্ষমতায় কাজ করে।
8. Caladium Seguinum
ইচ্ছা থাকলেও মিলনে অক্ষমতা।
হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাব ও যৌন দুর্বলতায় সহায়ক।
9. Orchitinum
টেস্টিস দুর্বল হয়ে গেলে, যৌনশক্তি হ্রাস।
পুরুষদের জন্য প্রাকৃতিক টনিকের মতো কাজ করে।
10. China (Cinchona)
অতিরিক্ত বীর্যপাত বা রক্তক্ষরণের কারণে শরীর দুর্বল হলে।